Saturday, 24 June, 2017 | ১০ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
ঈদে নিরাপত্তায় মেট্রোপলিটন পুলিশের আহবান…  » «   কানাইঘাটে পরকীয়া সম্পর্কের জেরে যুবক খুন: মামলা দায়ের  » «   অর্থমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, সিলেটবাসীর কাছে দু:খ প্রকাশ  » «   গ্যাস সিলিন্ডার: বিস্ফোরনের ঘটনা বাড়ছে, ক্ষুব্ধ সিলেটবাসী  » «   খোয়াই নদীর কূল ধ্বসে দোকান-পাঠ নদীতে বিলীন হচ্ছে  » «   যে কারণে মাধবকুন্ডে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা  » «   দক্ষিণ সুরমায় ৪ জুয়াড়ি আটক  » «   গোলাপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা  » «   সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে জেলা প্রশাসকের র‌্যালী ও আলোচনা  » «   সিলেটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন  » «   সিলেটের ডাক বন্ধে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ  » «   বালাগঞ্জ-ওসমানীনগরে পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ  » «   গৌরবের ৬৯ বছরে আওয়ামী লীগ  » «   মানে নয়, নামেই গলা কাটছে আড়ং  » «   রথযাত্রা উপলক্ষে সিসিকের ৬ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান  » «  
Advertisement
Advertisement

‘লন্ডনে আগুনে নিহত ৫০০, গণমাধ্যম তা চেপে যাচ্ছে’

দৈনিকসিলেটডেস্ক:ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে মঙ্গলবার মধ্যরাতের পর লেগে যাওয়া ভয়াবহ আগুনে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা। তারা বলছেন, ব্রিটিশ গণমাধ্যম এ সংক্রান্ত খবর ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

নাদিয়া নামের একজন স্থানীয় অধিবাসী ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্রেনফেল টাওয়ারের ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সবাই নিহত হয়েছেন বলে তিনি আশঙ্কা করছেন। প্রেসটিভি নাদিয়ার পারিবারিক নাম প্রচার করেনি তবে সামাজিক মাধ্যমে তিনি ডিজে আইলা নামে তৎপরতা চালান।
লন্ডন পুলিশ কমান্ডার স্টুয়ার্ড কান্ডি অবশ্য শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের হিসাব মতে, গ্রেনফেল টাওয়ারে অন্তত ৫৮ ব্যক্তি নিহত হয়েছেন যাদের সংখ্যা বাড়তে পারে।

তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ভবনটিতে বসবাস করতেন প্রায় ৬০০ মানুষ। প্রেসটিভির লন্ডন প্রতিনিধি ক্যামিলিয়া শামবাইয়াতিকে নাদিয়া জানিয়েছেন, পুড়ে যাওয়া ভবনটিতে বসবাসকারী ৬০০ মানুষের মধ্যে মাত্র ৭৬ জনকে খুঁজে পাওয়া গেছে।  কাজেই এখনো সেখানকার ৫০০’র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

তিনি প্রশ্ন করেন, “তাহলে নিখোঁজ ব্যক্তিরা কোথায়? ভবনটিতে বসবাসকারী ৫০০/৬০০ মানুষের তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না?” নাদিয়া বলেন, ছোট শিশুরাও জানতে চাচ্ছে তাদের খেলার সাথীরা কোথায়।

পশ্চিম লন্ডনের এই অধিবাসী জোর দিয়ে বলেন, নিখোঁজ সব মানুষ নিহত হয়েছেন এবং ব্রিটিশ গণমাধ্যম বিশেষ করে বিবিসি এ খবর চেপে যাচ্ছে।

গত মঙ্গলবার মধ্যরাতের পর পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ২৪ তলা ভবনটিতে মোট ১২০টি আলাদা অ্যাপার্টমেন্ট ছিল এবং সেখানে অনেক মুসলমান বসবাস করতেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

সূত্র: প্রেসটিভি

Developed by: