Sunday, 27 May, 2018 | ১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ |

Advertisement

সাংবাদিক কাউসার চৌধুরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন


দৈনিকসিলেটডটকম:ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাংবাদিক কাউসার চৌধুরী। বিছানা থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি।মাঝে মধ্যে হাঁটাচলাও করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নতি আশাব্যজ্ঞক। সফল অপারেশনের পর তিনি সেরে উঠছেন।

 

তার সাথে ভারতে অবস্থান করা সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশনের এক সপ্তাহের মধ্যেই কাউসার চৌধুরীর অবস্থার উন্নতি হয়েছে। তিনি হাঁটাচলা করছেন। দ্রুততার সাথে তার অবস্থার উন্নতি হচ্ছে।’

সাংবাদিক কাউসার চৌধুরীর কিডনী ও লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনের জন্য আড়াই মাস ধরে ভারতের উত্তর প্রদেশের নইডাস্হ বিশেষায়িত জেপি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে গত মঙ্গলবার তার দেহে কিডনী ও লিভার ট্রান্সপ্লান্ট করা হয়।

লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রখাত সার্জন ডাঃ আভিদিপ চৌধুরী ও কিডনী ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ বিজয় কুমার সিনহা ও সিনিয়র সার্জন অমিত কে ডেবরার নেতৃত্বে সোমবার সকালে অস্ত্রপচার (অপারেশন) শুরু করা হয়। জটিল এই অপারেশনে সময় লাগে ২২ ঘন্টা। সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে অপারেশন মঙ্গলবার ভোরে শেষ হয়।

তার সার্বক্ষনিক পরিচর্যায় সাথে আছেন স্ত্রী শিক্ষিকা সায়েরা বেগম, সহকর্মী সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন ও তার ভাগ্নে সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। এছাড়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও কাউসার চৌধুরীর চিকিৎসার অগ্রগতি সম্পকে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

ভারতের এই চিকিৎসায় এ পর্যন্ত ৪২ লাখ খরচ হয়েছে। এর মধ্যে কেবল অপারেশন চার্জই হল ৩০ লাখ টাকা, দুজন ডোনারসহ তিনজনের টেস্টসহ সকল পরীক্ষায় মোটা অঙ্কের অর্থ বায় হয়েছে, অপারেশন শেষ করে দেশে ফেরা পর্যন্ত আরো দশ লাখ টাকা লাগবে, এজন্য বিত্তশালীদের সহযোগিতা কামনা করা হয়েছে। তাছাড়া শারীরিক সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য তিনি সব শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: