Monday, 23 July, 2018 | ৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ |

Advertisement

এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন মম

দৈনিকসিলেটডেস্ক:জাকিয়া বারী মম। বাংলাদেশের লাক্স সুন্দরী। নিজের অভিনয় গুণে ইতিমধ্যে ছোট পর্দার দর্শকদের মন কেড়েছেন এই মডেল ও অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানেও পেয়েছেন প্রশংসা।

এবার দেশের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে।

প্রথমবারের মতো বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মম। গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বই গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

চুক্তির পরদিনই মম-এর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন ছবির পরিচালক ফয়সাল সাইফ। তিনি লিখেছেন, ‘‘নতুন ছবি, নতুন পথ চলা। শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে।’’

হিন্দি ছবিতে অভিনয় বিষয়ে জানতে চাইলে জাকিয়া বারী মম সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পরিচালক ফয়সাল সাইফ পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে আমার যাত্রা।

দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যে ভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরও ভাল কিছু করতে পারব। ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাঁদের নাম এবং ছবির নাম ঘোষণা করবেন পরিচালক।’’ এটাই জানিয়েছেন পরিচালক।’

প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবির গল্প। পরিচালক ফয়সাল সাইফ বলছেন, ‘‘নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল চরিত্র মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।’’

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: