Friday, 19 October, 2018 | ৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

ডেটিং করছেন বিবার-সেলেনা!

দৈনিকসিলেটডেস্ক: সম্পর্ক ভাঙে কিন্তু বন্ধুত্ব রয়ে যায়। এমনটাই হয়েছে যেন হলিউডের আলোচিত তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের। আলোচিত এ তারকা জুটির দীর্ঘ তিন বছরের প্রেমের সমাপ্তি হয়েছিল ২০১৪ সালে। তারপর দীর্ঘসময় কেটে গেছে। মধ্যে নতুন প্রেম হয়েছিল সেলেনা গোমেজের কিন্তু সে প্রেমও হয়নি দীর্ঘস্থায়ী।

একসময়ের তারকাজুটি বিবার ও সেলেনা সম্প্রতি আবারও ভালো সম্পর্কে জড়িয়েছেন। একসঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। আর সে সুবাদেই এ দুজনকে সেদিন দেখা গিয়েছিল ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লেক ভিলেজের একটি ক্যাফেতে। একসঙ্গে দুজন এসেছিলেন সকালের নাস্তা সারতে।

নজর এড়াতে দুজনেই হুড তোলা জ্যাকেটের আশ্রয় নিলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। বিচ্ছেদের পর এটি ছিল দুজনের তৃতীয় সাক্ষাৎ।

আর সাবেক প্রেমিক জুটির হঠাৎ করেই ঘনিষ্ঠ হওয়ায় গুঞ্জন ছড়াচ্ছে হলিউডের সংগীত পাড়ায়। হলিউডের পত্রিকাগুলোর দাবি, আবারও প্রেমে মজেছেন বিবার ও সেলেনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: