Tuesday, 23 October, 2018 | ৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

হাসপাতাল থেকে ঢাকায় ফিরে গেলেন এমপি কেয়া চৌধুরী

দৈনিকসিলেটডটকম:সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিমানে তিনি ঢাকা যান। হবিগঞ্জের মাধবপুরে একটি অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলার সময় আহত হয়েছিলেন সিলেট ও হবিগঞ্জের বাহুবলে সংসদীয় আসনের এমপি কেয়া চৌধুরী। ওসমানী হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, কেয়া চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল সকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
তাকে একটি হুইল চেয়ারে করে নিচে নামিয়ে আনা হয়। পরে এম্বুলেন্সযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ঢাকায় কেয়া চৌধুরীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: