Wednesday, 19 December, 2018 | ৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

ইরাক-ইরানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৯

দৈনিকসিলেটডেস্ক:ইরাক ও ইরান সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে।

এ ছাড়া শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন ইরান ও ইরাকের অন্তত দুই হাজার ৬০০ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে ইরাকের হালাবজা শহর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল ভূগর্ভের ৩৩.৯ কিলোমিটার গভীরে।

এটি মূলত আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে। তবে সবচেয়ে বেশি হতাহত হয়েছে ওই অঞ্চলের সীমান্তে অবস্থিত ইরানের কেরমানশাহ প্রদেশের সারপোল-জাহাব শহরে।

ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, সোমবার দুপুর পর্যন্ত দেশটিতে ৩২৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুই হাজার ৫৩০ জন।

 

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে ইরাকে ১১ জন নিহত এবং প্রায় ১৩০ আহত হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে পাশাপাশি ওই অঞ্চলের ইসরায়েল, তুরস্ক, কুয়েত, আর্মেনিয়াম জর্দান, লেবানন, সৌদি আরব, কাতার ও বাহরাইনেও ভূকম্পন অনুভূত হয়।

তবে হতাহত ও ক্ষতি ইরান ও ইরাকেই সীমিত রয়েছে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: