Wednesday, 19 December, 2018 | ৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

খালেদা জিয়া সিলেট সফরে আসতে পারেন

দৈনিকসিলেটডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে আসতে পারেন। তাঁর এ সফরটি সড়কপথে হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী কিছুদিনের মধ্যেই খালেদা জিয়ার এ সফর হতে পারে বলে জানিয়েছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র। সিলেট বিএনপির পক্ষ থেকেও খালেদা জিয়াকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপিদলীয় সূত্র জানায়, সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরে খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার সফর করেন। সড়কপথে তাঁর এ সফরে পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল। এছাড়া গত রবিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায়ও হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

এ দুই মাঠের কর্মসূচীর মাধ্যমে সারাদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপনার ভাব নিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীদের এই উদ্দীপনার ভাব ধরে রাখতে সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সফর করার পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার।

 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: