Wednesday, 19 December, 2018 | ৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ২ ফিলিস্তিনি কিশোর

দৈনিকসিলেটডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুজন ফিলিস্তিনি কিশোর। নিহত দুই কিশোরেরই বয়স ১৬ বছর। এ খবর দিয়েছে এবিসি নিউজ এবং এপি। ইসরায়েলি বাহিনীর দাবি, বৃহস্পতিবার গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর কাছে ফিলিস্তিনিরা সেনাসদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে ১৬ বছরের এক বালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
আহত হয় আরও দুই জন। পৃথক আরেকটি ঘটনায় সেনাসদস্যদের গুলিতে ১৬ বছরের আরেক ফিলিস্তিনি বালক নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজা সীমান্তসহ দুটি স্থানে ফিলিস্তিনিদের সহিংস বিক্ষোভ দমন করেছেন তারা। তিনি বলেন, গাজা সীমান্তে বিক্ষোভ করছে কমপক্ষে অর্ধশত ফিলিস্তিনি। সেখান থেকে সেনাসদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। সেনাদের দিকে জ্বলন্ত টায়ার ঠেলে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে বুরিন গ্রামে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই গ্রামে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ বছরের এক কিশোর নিহত হয়। উল্লেখ্য, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেপর দেয়া ঘোষণার পর থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ফিলিস্তিনিরা। তৈরি হয়েছে সহিংস পরিস্থিতি। বিক্ষোভ দমনের নামে অতিরিক্ত সেনা লেলিয়ে দেয়া হচ্ছে বিক্ষোভকারীদের ওপর বলে অভিযোগ তুলছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা সমূহ। ট্রাম্পেপর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেবার পর থেকে এ পর্যন্ত সংঘাতে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোট ১৬ জন ফিলিস্তিনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: