Sunday, 9 December, 2018 | ২৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মিমি!

বিনোদন ডেস্ক: যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীর আপকামিং ফিল্ম ‘টোটাল দাদাগিরির ‘চিনতে পারলি না’ গানটি নিশ্চয় ইতিমধ্যেই অনেকেই শুনে ফেলছেন। পাহাড় ঘেরা গানটির দৃশ্য দেখতে যতই মনোরম লাগুক না কেন, শ্যুটিং করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে যশ ও মিমিকে। তাঁদের সেই অভিজ্ঞতা যে মোটেও সুখকর ছিল না তা শ্যুটিংয়ের ভিডিও দেখলেই বোঝা যায়।

গানটির একটি দৃশ্যে দেখা গেছে পাহাড়ের এক দুর্গম জায়গায় দাঁড়িয়ে যশ ও মিমি। সেটি শ্যুট করা যে কী কঠিন ছিল তা শ্যুটিঙের ছবি না দেখলে হয়ত বোঝা সম্ভব নয়। একদিকে সাদা লম্বা পোশাক সামলাতে তার উপর পায়ে আবার লম্বা হিল, সব মিলিয়ে হিমসিম খেলেন মিমি, প্রথমে তো পড়ে যাওয়ার ভয়ে পাহাড়ের উপরে উঠতেই চাইছিলেন না, শেষমেশ যশ হাত ধরে তুললেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: