Saturday, 23 February, 2019 | ১১ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

ছাতকে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ১

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। নিহত সিএনজি চালক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালি বানিকান্দি গ্রামের মোদাচ্ছির আলীর ছেলে নোমান আহমদ (২২)। মঙ্গলবার সকালে সিলেট -সুনামগঞ্জ সড়কের কৈতক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

জানা গেছে, ছাতকের কামারগাঁও বাজার থেকে ছেড়ে আসা অটোরিক্সা (সিএনজি) নং সিলেট- থ ১১-৮৮৩৭ কৈতক পয়েন্ট হয়ে সংযোগ সড়ক থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে উঠার সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী মামুন পরিবহন নং-ঢাকামেট্রো-ব-১৪-২৯৬৮ সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির ড্রাইভার নোমান আহমদ ও যাত্রী একই গ্রামের পীর আনিছ আলী (৬৫) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার নোমান আহমদ মারা যায়।

হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোজাম্মেল হক সিএনজিটি উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায় । ঢাকা গামী মামুন পরিবহন পালিয়ে যায় ।ফাইল ছবি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: