Saturday, 23 February, 2019 | ১১ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

নায়িকাদের নিয়ে কী পরিকল্পনা অমিতাভ রেজার?

দৈনিকসিলেটডেস্ক: চার সুন্দরীকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছবি দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা। ক্যাপশনে লিখেছেন ‘সুন্দরীদের চাপে আর তাপে’। বেশ আলোচনায় এসেছে ছবিটি। অনেকে চমকেও গেছেন। কারণ চার সুন্দরীদের মধ্যে রয়েছেন তিন অভিনেত্রী জয়া আহসান, আশনা হাবিব ভাবনা ও সোনিয়া হোসেন। তিনজনই সিনেমায় অভিনয় করেছেন।

তাই এই তিন সুন্দরীকে নিয়ে হয়তো নতুন কোনো কাজ করতে যাচ্ছেন অমিতাভ- এমনই কৌতুহল চারপাশে। তবে এই নির্মাতা জানালেন, এটা স্রেফ আড্ডারই ছবি। কোনো কাজের জন্য নয়।

আয়নাবাজি খ্যাত এই নির্মতা বলেন, ‘আমরা এক বন্ধুরে বাড়িতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার খাতিরেই আড্ডা। সেখানেই ছবিটি তোলা। বেশ ভালো সময় কাটলো বন্ধুদের নিয়ে অনেকদিন পর।’

এদিকে আয়ানাবাজির সফলতার পর ‘রিকশা গার্ল’ নামে একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন অমিতাভ। কবে শুটিং শুরু? জানতে চাইলে অমিতাভ রেজা জানালেন চলতি বছরের শেষের দিকে এই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন তিনি।

বর্তমানে বিজ্ঞাপন, নাটক ও ওয়েভ সিরিজ নির্মাণ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: