Wednesday, 19 December, 2018 | ৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

‘ফাগুন হাওয়া’য় সিয়ামের নায়িকা তিশা

দৈনিকসিলেটডেস্ক: অবশেষে তৌকীর আহমেদের ছবিতে তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদের নায়িকা খুঁজে পাওয়া গেছে! ‘ফাগুন হাওয়া’ ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক তৌকীর আহমেদ।
তিনি বলেন, ‘ফাগুন হাওয়া’ ছবিতে তিশা ও সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে দীপ্তি চরিত্রে অভিনয় করবেন তিশা। শিগগিরই অন্যান্য তথ্যগুলোও সবাইকে জানানো হবে।
তৌকীর জানান, টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ফাগুন হাওয়া’ ছবিটি। ৭ মার্চ এই ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী ১০ মার্চ থেকে খুলনায় ছবিটির শুটিং শুরু হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করেন তিশা।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: