Thursday, 24 January, 2019 | ১১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

হাসান আলী: বর্তমানে বাংলাদেশ সহ বিশ্ব সমাজ ব্যবস্হায় অশান্তি বিরাজ করিতেছে ৷ সুন্দর সমাজ গঠন করতে হলে বাংলাদেশ সহ বিশ্বে অবস্হানরত বাংলাদেশী আমেরিকান মুসলিম যুবকদের নেতৃত্বে কাজ আরম্ভ করতে হবে ৷ আল্লাহ যুগে যুগে নবী ও রসুল পাঠিয়ে ছিলেন ৷ এখন আমরাই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর উপর ভরসা করে কাজ করে যেতে হবে ৷ আল্লাহ কোরআনে বলেন “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা (লোককে) কল্যানের দিকে আহবান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কার্য থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফল কাম ৷”সূরা ইমরান ১০৪ ৷ আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ থাক ” তোমরা সকলে আল্লাহর রশিকে (ধর্ম বা কোরানকে )শক্ত করে ধর, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ৷” সূরা ইমরান ১০৩ ৷ এছাড়াও আল্লাহ আমাদের সতর্ক করে বলে দিয়েছেন , তোমরা বিভক্ত হলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে ৷ “তোমরা তাদের মত হয়ো না যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পর (বিভিন্ন দলে) বিভক্ত হয়েছে ও নিজের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে ৷ তাদের জন্য রহেছে মহাশাস্তি ৷ সূরা ইমরান ঃ ১০৬ ৷বাস্তবে বাংলাদেশে দেখা যায় ইসলামী দলগুলি বিভক্ত হয়ে একে অপরকে কাফির ফতোয়া দেয় ৷ ইহা হতে বেড় হয়ে আসতে হবে ৷এখন বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতিদমন, দারিদ্রদূরীকরন ও সন্ত্রাসদমন ৷ এছাড়া রাজনৈতিক বিভক্তি ও ধর্মীয় দলের মধ্যে বিভেদ ৷ সুন্দর সমাজ গঠন করতে হলে আমাদের আত্মীয় স্বজন যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ৷ তাদেরকে ভাল কাজ করারও উপদেশ দেওয়া ৷ বাংলাদেশে আড়াই লক্ষ মসজিদ আছে ,প্রত্যেক মসজিদে কমিটি করে কাজ আরম্ভ করা ৷অন্যদিকে আমেরিকায় ২৮০০শত মসজিদ আছে , বাংলাদেশী আমেরিকান যুবকরা দায়িত্ব নিয়ে মসজিদে মসজিদে কমিটি করে আমেরিকান কংগ্রেস ও ধনী বিলিয়নারদের সহযোগিতা নিয়ে বিশ্বের দুর্নীতিদমন, দারিদ্রদূরীকরন ও সন্ত্রাস দমনে এগিয়ে আসতে আবেদন জানাচ্ছি ৷ সম্নানিত কবি বন্ধুদের অনুরোধ করব দারিদ্রদূরীকরন, দুর্নীতিদমন ও সন্ত্রাস দমনে কবিতা লিখে সুনাগরিকদের জাগ্রত করতে আহবান জানাচ্ছি৷ আমেরিকায় আমাদের লিডারশিপের অভাব, আমি হাসান আলী গত ৩৬ বছর(১৯৮২সাল ) সিটি হল থেকে গভর্ণর হাউস, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘের এনজিও প্রতিনিধি (১৯৯২-১৯৯৬) ছিলাম ৷ আমেরিকার ১ কোটি মুসলমান এর মধ্যে ৫ লক্ষ বাংলাদেশী আমেরিকানদের পক্ষ থেকে আমেরিকান সমাজ নির্মানে এগিয়ে আসার জন্য আমি হাসান আলী আহবান জানাচ্ছি ৷আমরা করব জয় ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷

হাসান আলী, চেয়ারম্যান,অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স, চেয়ারম্যান আন্তর্জাতিক লেখক ফোরাম USA, কনভেনার, গ্লোবাল ভিলেজ লিডারশিপ কমিটি, কনভেনার, আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি,

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: