Thursday, 21 March, 2019 | ৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

কৈ মাছ নিলো শিশুর প্রাণ

দৈনিকসিলেটডেস্ক:  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় খেলার সময় জীবন্ত কৈ মাছ গলায় আটকে সোহান বেপরী (৪) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। রোববার উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোহান বাবা-মার সঙ্গে সিংপাড়ায় নানাবাড়িতে বেড়াতে যায়। সোহানের নানা ইদুফকির বাজার থেকে কৈ মাছ কিনে আনেন। এসময় সবার অজান্তে কৈ মাছগুলো নিয়ে খেলতে গিয়ে একটি মাছ মুখে ঢুকিয়ে ফেলে সোহান। মাছটি জীবিত থাকায় নড়াচড়া করতে করতে ভেতরেও চলে যায়।

পরবর্তীতে সিয়ামের চিৎকারে বাড়ির মানুষ এগিয়ে এলে দেখতে পান তার গলার ভেতর কৈ মাছ আটকে আছে এবং সোহানের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। দ্রুত সোহানকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই নূরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: