Thursday, 24 January, 2019 | ১১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

সাংবাদিক ইকবাল মনসুর না ফেরার দেশে চলে গেলেন

দৈনিকসিলেটডটকম:সাংবাদিক ইকবাল মনসুর না ফেরার দেশে চলে গেলেন।
বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
ইকবাল মনসুর এক সুপরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

তিনি ছিলেন দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ।

ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: