Wednesday, 20 February, 2019 | ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

আব্দুল জব্বার বড়ভুঁইয়ার লাশ মিলল সুরমায়

দৈনিকসিলেটডটকম: নগরীর শেখঘাট থেকে নিখোজ আব্দুল জব্বার বড়ভুঁইয়ার লাশ সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় সুরমা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

আব্দুল জব্বার শেখঘাটের সওদাগরটুলা এলাকার মৃত ডা. সাজিদ আলী বড়ভুঁইয়ার ছেলে।

জানা যায়, গত রবিবার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন আব্দুল জব্বার বড়ভুঁইয়া। কিন্তু এরপর তিনি আর বাসায় ফিরেননি। পরে তার বড় ভাই আব্দুর রাজ্জাক বড়ভুঁইয়া কোতোয়ালী থানায় জিডি করেন।

নগরীর জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে টুকেরবাজার দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হয়।

মঙ্গলবার বাদ এশা হযরত শাহজালাল র. দরগা মসজিদে জানাজা শেষে তার দাফন করা হয়েছে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: