Thursday, 24 January, 2019 | ১১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

সৌদি আরবে বাস উল্টে বাংলাদেশিসহ নিহত ৯

দৈনিকসিলেটডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। পবিত্র ওমরাহ হাজিদের বহনকারী একটি বাস উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানাচ্ছেন, মদিনা-মক্কা রোডে ওমরাহ হাজীদের যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়।
সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, ওই সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন তারা। তবে আহত ব্যক্তিদের দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানা যাচ্ছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এসময় এই হতাহতের ঘটনা ঘটে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: