Tuesday, 19 March, 2019 | ৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

দৈনিকসিলেটডটকম:সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত থাকবে।এ ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী সর্ম্পকে অবগত করার লক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, ভেজাল বিরোধী অভিযান ছাড়াও ফার্মেসী, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মাদদের বিরোদ্ধে অভিযানও পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রমজান মাসে এপর্যন্ত এসএমপি এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৭,৭৫,৮৮০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ফার্মেসী, বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২,৯৬,০০০টাকা জরিমানা করা হয়।
সংবাদ সম্মেলনে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ শাহে দুল ইসলাম, এসএমপির এডিডি এহসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফয়জ উল্লাহসহ বিএসটিআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: