Saturday, 23 February, 2019 | ১১ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

খালেদার চিকিৎসার নামে ইস্যু খুঁজছে বিএনপি: কাদের

দৈনিকসিলেটডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাকর্মীদের কোনো উদ্বেগ নেই, তাদের মূল উদ্বেগ হচ্ছে রাজনীতি। বিএনপি রাজনীতির করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। জনগণ তাদের কোনো ইস্যুতে সাড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার চিকিৎসার নামে নতুন করে ইস্যু খুঁজছে।’
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি খালেদা জিয়া আগে থেকেই বেশ কিছু রোগে ভুগছেন। ১ এপ্রিল তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের পর ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গত ১০ জুন আবারও বিএনপি নেত্রীকে এই হাসপাতালে আনার উদ্যোগ নেয়া হয়। কিন্তু এবার তিনি বেঁকে বসেছেন। বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে হলে তিনি যেতে রাজি, অন্যথা নয়।

গত ২৮ মার্চ খালেদা জিয়ার অসুস্থতার খবর পাওয়া গেলে বিএনপি প্রথমে তাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবি জানায়। কিন্তু এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে গুঞ্জন ছড়ালে বিএনপি অবস্থান পাল্টে তাদের নেত্রীকে ইউনাইটেডে ভর্তির দাবি তুলছে। তাদের দাবি, এই হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ এবং এখানকার চিকিৎসা সেবা ভালো।

অন্যদিকে সরকার বলছে, জেলকোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে সরকারি খরচে চিকিৎসার সুযোগ নেই। আর বিএনপি বলছে, ইউনাইটেডে ভর্তি করলে চিকিৎসার খরচ তারা দেবেন। খালেদা জিয়ার পরিবার থেকেও একই কথা বলা হয়েছে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘গত নয় বছরে নয় মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি মনে করেছে নির্বাচন পরবর্তীকালীন জ্বালাও-পোড়াও আন্দোলন করে সরকার হটানো যাবে। তারা কোনো ইস্যুতে সফল হতে পারেনি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বার বার রমজানের ঈদ, কোরবানির ঈদ এবং বিভিন্ন পরীক্ষার পর আন্দোলনের কথা বলে আশা দিয়ে আসছেন। তারা জানে জনগণ তাদের কোনো আন্দোলনে সাড়া দেবে না।’

‘বিএনপির নেত্রীকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে গিয়েছেন আদালতে নির্দেশে এবং তিনি কারাগারে আছেন আদালতের নির্দেশে। তারপর বেগম জিয়া হাইকোর্ট ও আপিল বিভাগে আদালতের আদেশেই জামিন পেয়েছেন। অন্যান্য মামলায়ও শুনানি চলছে। সবকিছুই চলেছে আদালতের রুল মোতাবেক, রাজনীতির কোনো সংস্পর্শ নেই।’

সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ দেশের সবধরনের সড়ক, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ঈদ যাত্রায় কোনো ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটেনি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক।’

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: