Wednesday, 20 February, 2019 | ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল সংক্ষিপ্ত সফরে সিলেটে

দৈনিকসিলেটডটকম:সিলেটে যুক্তরাজ্যের স্পেকট্রাম বাংলা রেডিওর পরিচালক, নতুনদিন অনলাইন ডট কম এর অন্যতম পরিচালক, বিশিষ্ট রেডিও ও টিভি উপস্থাপক ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে সেক্রেটারী ও সিলেটের ইসি মেম্বার মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক মিসবাহ জামাল সম্প্রতি সিলেট এসেছেন । তিনি সিলেট ও ঢাকা অবস্থান কালে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহকর্মীদের সাথে মতবিনিময় করবেন । এছাড়া ঈদ পরবর্তী ঢাকাতে বিভিন্ন টেলিভিশনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ও বিভিন্ন অনুষ্ঠান বিষয়ক কর্মসূচীতে যোগদান করবেন ।

এছাড়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি যুক্তফ্রন্ট কনভেনার ডাঃ বদরুদ্দৌজা চৌধুরী এবং ন্যাশনাল হার্ট ফউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান তত্বাবধায়ক সরকারের সাবেক স্বাস্থ্য ও ধর্ম উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডাঃ এ মালিক এর সাক্ষাৎকার গ্রহন ও মতবিনিময় করবেন ।

মিসবাহ জামাল এর সাথে যোগাযোগের নাম্বার
০১৬১১০২১৮৫৬

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: