Wednesday, 20 February, 2019 | ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

প্রার্থীদের ঈদ শুভেচ্ছা পোষ্টার ব্যানার এখনো শোভা পাচ্ছে

দৈনিকসিলেটডটকম:সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামুলক ঈদ শুভেচ্ছা জানানো পোষ্টার, ব্যানার,দেয়াল লিখন,বিলবোর্ড,গেইট,প্যান্ডেল এবং আলোকসজ্জা নিজ খরচে অপসারণ এবং মুছে ফেলার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছিল। ১৪ জুন গণমাধ্যমে পাঠানো এক পত্রে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছিলো ২০ জুন রাত ১২টার পূর্বে যেন নির্বাচনী প্রচারণামুলক ঈদ শুভেচ্ছা জানানো পোষ্টার, ব্যানার ইত্যাদি অপসারণ করতে।
আজ বৃহস্পতিবার (২১ জুন) নগরীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় অনেক স্থানে এখনও প্রাথীদের পোষ্টর এবং ব্যানার রয়ে গেছে।

মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পোষ্টার, ব্যানার অপসারণ করা হলেও বিএনপি, আওয়ামীলীগ, জামায়াত, খেলাফত মজলিসসহ সতন্ত্র মেয়র প্রার্থীদের পোষ্টার, ব্যানার এখনও নগরীর বিভিন্ন ওয়ার্ডে শোভা পাচ্ছে।

এ ক্ষেত্রে সাম্ভাব্য পুরুষ এবং মহিলা কাউন্সিলরদের পোষ্টার, ব্যানারের সংখ্যা বেশি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: