Wednesday, 20 February, 2019 | ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

কোর্ট পয়েন্টে আরিফের গণসংযোগ

দৈনিকসিলেটডটকম: আসন্ন সিলেট সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দলীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গণসংযোগ করেছেন।

বুধবার সকাল ১১টার দিকে কোর্ট পয়েন্ট থেকে আরিফ এই প্রচারণা চালান।

এসময় আরিফুল হকের সাথে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক সাংসদ ও বিএনপি নেতা কলিম উদ্দিন আহমদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌস, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আজমল বখত সাদেকসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
এসময় আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারও নগরবাসীর সেবায় তাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
কোর্ট পয়েন্ট থেকে ৪টি দলে বিভক্ত হয়ে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: