দৈনিকসিলেটডটকম: সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রচারণায় অংশ নিয়েছে ছাত্রলীগ নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে একটি দল প্রচারণায় অংশ নেয়।
এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ঘুরে ঘুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।