Wednesday, 20 February, 2019 | ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

টিলাগড়, গোপালটিলাসহ বিভিন্ন এলাকায় আবু জাফরের গণসংযোগ

সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি – বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে দিনব্যাপী গনসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) দিনব্যাপী টিলাগড়, গোপালটিলা, শিবগঞ্জ, হাউজিং স্টেইট, দর্শব দেউরি, হাতিমবাগসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
মেয়র প্রার্থী আবু জাফর এর সাথে ছিলেন, সিপিবি সিলেট জেলার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হাবিবুল ইসলাম খোকা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সবিব ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, যুব ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক নিরন্জন দাশ খোকন, উদীচি জেলা সদস্য সন্দীপ দেব, চারন জেলা সদস্য সুমন আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সন্জয় শর্মা, অমৃত মোহন্ত, এনামুল হহক সামী, ছাত্র ইউনিয়ন জেলা নেতা নাবিল এইচ, পার্থ প্রতীম তালুকদার প্রমুখ।
এছাড়া দিনব্যাপী মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নতা কর্মীরা ১৯ নং ও ২০ নং ওয়ার্ডে গনসংযোগ করেন।
এসময় গনসংযোগে অংশ নেন ছাত্র ইউনিয়ন মহানগর নেতা তন্ময় পাল, নাবিল এইচ, অনির্বাণ রায়, বিশাল দেব, ইমন সেন, পার্থ সারথি তালুকদার, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মিটন দেবনাথ, মহানগর নেতা রেহনুমা ফ্রাংলিন, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, এনামুল হক সামি, সঞ্জিত শর্মা, সাম্মা পারভিন, শুভ্র দাশ প্রমুখ।
গণসংযোগকালে তারা নগরবাসীর সেবা করার সুযোগ চাই, সবার জন্য সমৃদ্ধ মডেল নগরী গড়ে তুলতে মই মার্কায় ভোট চান।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: