আসন্ন সিলেট সিটি কপোর্রেশন নির্বাচনে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাজুওয়ান আহমদ তার নির্বাচনী এলাকায় ব্যাডমিন্টন মার্কার ব্যাপক গণসংযোগ করেন। আজ ১৮ নং ওয়ার্ডের ঝর্ণারপার, কুমারপাড়া, সোনাতুলা, নয়া-ঝর্ণারপার, শাহী ঈদগাহ এলাকায় বিশাল সমর্থক নিয়ে দিন ব্যাপী গণসংযোগ করেন। এসময় কাউন্সিলর প্রার্থী সাজুওয়ান আহমদ বলেন, অতীতে ১৮ নং ওয়ার্ডে উন্নয়নের নামে রাস্তাঘাট খনন করে জন দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। ১৮ নং ওয়ার্ডের প্রতিটি রাস্তা সংস্কার হয় নাই। মানুষ চরম দুর্ভোগে চলাফেরা করছে। পানির সমস্যা নিয়ে ওয়ার্ডবাসী চরম ভুক্তভোগী তাই ওয়ার্ডবাসী চায় পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আগামী ৩০শে জুলাই ব্যাডমিন্টন মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মোঃ মোস্তাফা কামাল মস্তই, মহসিন আহমদ, আব্দুর রহমান, তারু মিয়া, এনু আহমদ, আফতাব আহমদ, আব্দুর রহমান, সুহেব আহমদ, রেজুওয়ান আহমদ, আলম হোসেন কুটি মিয়া, মাওঃ আব্দুস শুক্কুর, ফটিক মিয়া, সাহেদ আহমদ, হাজী আব্দুল নূর, স্বপন বাবু, পাখি মিয়া, মাছুম আহমদ, ইরাদ আহমদ, আরিফ আহমদ, সিতাব আহমদ, সাহিব আহমদ, মনজুর আহমদ, নাদিম আহমদ, ছায়িম আহমদ, ইমরান, রাহাত, সাইফুল, ইউনুস, লিটন, শাকিল, কামরুল, রাফি, রিফাত প্রমুখ।
Advertisement |
১৮ নং ওয়ার্ডে ব্যাডমিন্টন মার্কার ব্যাপক গণসংযোগ
দৈনিক সিলেট ডট কম
: July 12, 2018 8:39 pm| সংবাদটি 287 বার পাঠ করা হয়েছে