Wednesday, 26 June, 2019 | ১২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

সিলেট বসে ভারতের চিকিৎসকদের পরামর্শ গ্রহনের সুযোগ

দৈনিকসিলেটডটকম: সিলেটে “এ্যাপোলো হাসপাতাল চেনড়বাই এর টেলিমেডিসিন সেন্টার” উদ্বোধন হচ্ছে আগামী কাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়।

সিলেটের রোগীরা যাতে সিলেট বসেই ভারতের বিখ্যাত অ্যাপোলো হাসপাতাল চেনড়বাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে নিয়েই সিলেটে এ্যাপোলো হাসপাতালের, চেনড়বাইয়ের একটি ‘টেলিমেডিসিন সেন্টার’ উম্মোচিত হতে যাচ্ছে।
টেলিমেডিসিন সেন্টারটি উদ্বোধন করবেন প্রফেসর ডা. অসুল আহমদ চৌধুরী, প্রিন্সিপাল, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট। ভারতের
এ্যাপোলো টেলিহেলথ এর ভাইস প্রেসিডেন্ট মি. প্রেমানান্দ ও এইচসিআই এর চেয়ারম্যান জনাব শফিক আজম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: