Thursday, 21 February, 2019 | ৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

সংরক্ষিত-১০,১১,১২ মহিলা কাউন্সিলর সাকিকে সংর্বধনা

সিলেট সির্টি কর্পোরেশন নির্বাচনে ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মাসুদা সুলতানা (সাকি) নির্বাচিত হওয়ায় তাকে শেখঘাটস্থ তার নিজ বাসায় মঙ্গলবার রাতে ১০,১১,১২নং ওয়ার্ডবাসীর পক্ষথেকে এ সংবর্ধনা প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন মনু, মোঃ আব্দুল করিম, মাসুদসের মোহাম্মদ, লিটন আহমদ, নজরুল ইসলাম, মাসুক আহমদ, আব্দুর রহিম, সাকিব আহমদ, সানাজ আহমদ, সাফি আহমদ, আনোয়ার আহমদ, মুন্না আহমদ, রুবেল আহমদ, এমরান আহমদ, রানা আহমদ, সাজন আহমদ, জামিল আহমদ, নয়ন আহমদ, সাকিল আহমদ, রাশেদ খাঁন মিলন, আল-আমিন আহমদ, আবুক্কর প্রমুখ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: