Thursday, 21 February, 2019 | ৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

হেতিমগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ সহোদর নিহত

দৈনিকসিলেটডটকম: সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই সহোদর নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে হেতিমগঞ্জ মোল্লারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক গোলাপগঞ্জ উপজেলার ঘোগারকুল গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে সুরুজ মিয়া (৪০) ও তার বড় ভাই তরমুজ আলী (৪৫)।

জানা গেছে, গোলাপগঞ্জ থেকে ছেড়ে আসা অনটেস্ট অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি অটোরিকশাকে যাত্রীসহ প্রায় ৫০ গজ টেনেছিঁচড়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় চালকসহ ৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠান। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রাকে আগুন দিলে সামনের দিক পুরোপুরি ভস্মিভূত হয়। খবর পেয়ে সিলেট আলমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সিলেট জকিগঞ্জ সড়ক প্রায় ২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। রাস্তার উভয় দিকে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: