মহানগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন পোস্টার ব্যানার অপসারণ করার উদ্যোগ নিয়েছেন নগরীর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান পাপ্পু।
তিনি বুধবার সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের হাজারীবাগ, লালটিলা, চানমারি, হোসনাবাদ, কলবাখানী ও গোয়াইপাড়া এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা শুরু করেন। এসময় তিনি বলেন, আসুন আমাদের লাগানো পোস্টার ব্যনার অপসারন করি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সিলেট নগরীকে সুন্দর করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদ আহমদ, ফজলুল হক, ফারুক আহমদ, সুমন খান সহ অন্যান্যরা।