Thursday, 21 February, 2019 | ৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ |
Advertisement

দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার ঝুলন্ত লাশ উদ্ধার

জাহেদ আলী মামুন:নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের হর্তকি পাড়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে ছালেহা খাতুন (১৩) নামে এক শ্যালিকা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের লিয়াকত আলীর কন্যা ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ছালেহার পিতা লিয়াকত আলী জানায়, হর্তকি পাড়া গ্রামের আব্দুর রহমানের সাথে তার কন্যা হেলেনা আক্তারকে বিয়ে দেওয়া হয়। মাসখানেক আগে হেলেনা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়। হেলেনার দুইটি শিশু সন্তানকে দেখা শুণার জন্য সালেহা খাতুন আতাউর রহমানের বাড়িতে যায়। গত বৃহস্পতিবার সকালে সালেহা হাসিখুশি অবস্থায় তার বাবার সাথে কথা বলে। দুপুর ১টার সময় আতাউর ফোন করে জানায় ছালেহা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর শুনে তারা সাথে সাথে নবীগঞ্জ উপজেরা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে যান। সেখানে গিয়ে সালেহার লাশ দেখে তাদের কাছে রহস্যজনক বলে মনে হয়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে  শুক্রবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ জানায় ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: