Sunday, 21 April, 2019 | ৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

বঙ্গবীর ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাইকেল র‌্যালি

দৈনিকসিলেটডটকম:মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ (সর্বাধিনায়ক),বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর জন্মশতবার্ষিকী উদযাপনে ‘বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত ৩ মাসব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেট নগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি (Rally)-এর আয়োজন করা হয়। র‌্যালির উদ্বাধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদ।

নগরীর কীন ব্রীজের পার্শ্ববর্তী প্রাচীন ঐতিহ্যর নিদর্শন আলী আমজাদের ঘড়িঘর সংলগ্ন চত্বরে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর কেন্দ্রীয় সদস্য-সচিব ও প্রধান সমন্বয়ক, ওসমানী গবেষক এবং দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান।

উদযাপন পরিষদের যুগ্ম সদস্য-সচিব আবু তালেব মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে উদযাপন পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইকেল র‌্যালিটি ঘড়িঘর চত্বর থেকে শুরু হয়ে শেখঘাট-লামাবাজার-রিকাবীবাজার-চৌহাট্টা পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বঙ্গবীর ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য রালি সহযোগিতার করেছেন কে,এ,সি কম্পোজিট নীট ইন্ডাস্ট্রিজ লিঃ এর কর্ণধার,বিশিষ্ট শিল্পপতি কে, আলম চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন এবং সিলেট সাইক্লিং কমিউনিটি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: