Tuesday, 18 June, 2019 | ৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

গুরু-শিষ্যের অসম প্রেম এবং…

দৈনিকসিলেটডেস্ক:ভারতের ভজন গায়ক হিসেবে সুখ্যাত অনুপ জালোটা বুড়ো বয়সে প্রেমে মজেছেন। তাও আবারও ২৮ বছর বয়সী এক ষোলকলা যুবতীর সঙ্গে। ওই যুবতী অনুপ জালোটার ছাত্রী। নাম জসলিন মাথারু।

গুরু-শিষ্যের এই প্রেম নিয়ে এখন ভারতজুড়ে চলছে তোলপাড়। সম্প্রতি বিগ বস-১২ এর ঘরে এ অসম প্রেমের কথা জানিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুরুর কাছে নাকি গান শিখতে গিয়েই তার প্রেমে পড়েন জসলিন। বর্তমানে তারা মুম্বাইয়ে একসঙ্গেও থাকছেন।

অসম বয়সের এই জোড়ি দেখে হতবাক হয়েছেন খোদ বিগ বসের সঞ্চালক সালমান খানও।

টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জসলিন মাথারু জানিয়েছিলেন, ‘এই সম্পর্কের বিষয়ে তার পরিবার ও বন্ধুবান্ধব কেউই জানেন না, তারা বিষয়টি জেনে চমকে যাবেন।’

বিষয়টি ভালোভাবে নেয়নি জসলিনের পরিবার। বছর ২৮ এর মেয়ে যে শেষপর্যন্ত ৬৫ বছরের গায়কের সঙ্গে প্রেম করছেন, একসঙ্গে থাকছেন, এ খবর জানার পর আতকে উঠেছেন জসলিনের বাবা কেশর মাথারু।

তিনি বলেছেন,‌ ‘এই খবরটা শুনে আমি এবং আমার পরিবার হতবাক। যদিও এবিষয়ে আমি মেয়ের সঙ্গে কথা না বলে ওর ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু বলতে চাই না। বিগ বস শেষ হোক আগে সে বিগবস জিতুক তার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলবো।’

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: