Tuesday, 18 June, 2019 | ৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

সিলেট নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

সিলেট: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সহায়ক সরকার গঠন,নির্বাচন কমিশন পূনর্গঠন সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ শেষে জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও নাবিল এইছ এর পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা। এসময় উপস্থিত্ব ছিলেন সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সহ-সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সদস্য মহিতোষ দেব মলয়, ছাত্র ফ্রন্ট (মা) মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনে ভোট ডাকাতি, কালো টাকার খেলা বন্ধ করতে হবে। সরকারের অধীনে প্রহসনের নির্বাচন না করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবী জানান বক্তারা। বক্তারা ঢাকায় “বাম গণতান্ত্রিক জোটের” নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচিত ব্যাপক পুলিশী হামলার নিন্দা জানান।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: