Monday, 17 June, 2019 | ৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. মোমেন

মুহিত চৌধুরী: সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড.এ কে আব্দুল মোমেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ নভেম্বর) আওয়ামীলীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবন থেকে এ ফরম সংগ্রহ করেন ড.মোমেন।
এসময় তাঁর সাথে সিলেটের স্থানীয় নেতাকর্মীএবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন, সুজন এ মুইজ, ড.এ কে আব্দুল মুবিন,প্রফেসর নাজিয়া শিবলী, সিপা হাফিজা,আজিজা সেলিম,সৈয়দ সেলিম,ড. আহমদ আল কবির,মিসেস ড.মুবিন,মিসেস আবুল মাল আবদুল মুহিত, সাহেদ মুহিত, একে মুকিম মুরসি প্রমুখ।
সিলেটের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জোহরা রওশন জেরিন রুবা, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,খা

দিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসার আহমদ, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সদস্য কায়েস চৌধুরী এবং ড.ওয়েস আহমদ প্রমূখ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রথমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাথে ছিলেও অতিরিক্ত ভিড়ের কারনে তিনি শেষ পর্যন্ত থাকতে পারেননি।

এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
ড. মোমেনের মনোনয়ন ফরমের মূল্য তার বড় ভাই অর্থমন্ত্রী প্রদান করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ড. মোমেন দৈনিকসিলেটডটকমকে বলেন,সিলেটের মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন নিয়ে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি বলেন, মহান আল্লাহ যদি আমাকে সে সুযোগ দেন তবে সিলেটকে বিশ্বের এক অাধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: