Monday, 22 April, 2019 | ৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

ড. মোমেনের সমর্থনে মেজরটিলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের মতবিনিময়

সিলেট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে মেজরটিলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে (৫ ডিসেম্বর) টিলাগড়-মেজারটিলা আওয়ামীলী, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে. আব্দুল মোমেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, অব. মেজর ইমদাদুল ইসলাম, স্কলার্স হোমের প্রিন্সিপাল অধ্যাপক নাজমুল বারী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. সামাদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, জাহেদুর রহমান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউল্লাহ বদরুল, গোলাম হাসান চৌধুরী সাজন, ফরহাদ আহমেদ রুমেল, সাইফুল আলম সিদ্দিকী, আমির আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, কামরুল ইসলাম, এম. এ. কাইয়ুম চৌধুরী, সঞ্জয় চৌধুরী সহ প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: