Monday, 22 April, 2019 | ৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলবে

দৈনিকসিলেটডেস্ক: আপিল বিভাগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদনের শুনানি ২ সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন।

আইনজীবীরা জানিয়েছেন, ফলে এ সময়ের মধ্যে বিচারিক আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলাটি চলতে বাধা নেই।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মুলতবির আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ১১ নভেম্বর মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় মির্জা আব্বাস।

প্রসঙ্গত, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারি পরিচালক শফিউল আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। ২০০৭ সালের ১৬ আগস্ট এ মামলা দায়ের করা হয়।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: