Saturday, 20 April, 2019 | ৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

তারেক রহমানের সঙ্গে ছবি নিয়ে যা বললেন মৌসুমী…

দৈনিকসিলেটডেস্ক:একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পর চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি স্থিরচিত্র নিয়ে আলোচনা চলছে ফেসবুকে। অভিনেত্রী বিএনপি সরকারের আমলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সক্রিয় সদস্য ছিলেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর আসে।

বৃহস্পতিবার এফডিসিতে সংবাদ সম্মেলন করে মৌসুমী দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারেক রহমানের সঙ্গে ছবির ব্যাখ্যায় তিনি বলেন, বিভিন্ন উৎসবে আমাদের যেতে হয়, গেলে তো ছবি আসবেই। ছবিটা আমি তুলিনি। আমি তো বলিনি যে এটা অপরাধের মধ্যে পড়ে। কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না বলে দাবি করেন মৌসুমী। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে সম্প্রতি মনোনয়ন ফরম তোলেন মৌসুমী।

মৌসুমী বলেন, কোন দল করব, এটা আমার সিদ্ধান্ত। আমার যদি মনে হয়, এই নেতার জন্য কাজ করলে আমার ভালো লাগবে, তাহলে তাই করব।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: