Wednesday, 24 April, 2019 | ১১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

আখালিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে মেয়র

দৈনিকসিলেটডটকম: নগরীর আখালিয়ার খুলিয়াপাড়ায় আগুন লেগে নি:স্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার সকাল ১১টার দিকে খুলিয়াপাড়ার ১৯ নং বাসায় আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেয়র সেখানে দ্রুত চলে যান এবং ক্ষতিগ্রস্থ তিন পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্ত্বনা দেন। এসময় মেয়র তাদের বাসা পূণ:নির্মাণের জন্য সিটি কর্পোরেশন থেকে সহায়তা প্রদান করার কথাও উল্লেখ করেন। বাসা নির্মাণের লক্ষে সরজমিনে ঘুরে রির্পোট প্রধান করার জন্য তিনি সিসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।
এমন বিপদের সময় মেয়রকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা আবেগআপ্লুত হয়ে উঠেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: