Tuesday, 25 June, 2019 | ১১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দৈনিকসিলেটডটকম: ফেঞ্চুগঞ্জে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কটালপুরের দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- সমির মোল্লার মেয়ে সাহারা ও ইসলাম উদ্দীনের ছেলে শাকিল আহমদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় অসাবধানবশত তারা পাশের পুকুরে পড়ে যায়।

পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদের সন্ধান পাননি। এ সময় মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখেন তারা।
পরে তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: