Monday, 24 June, 2019 | ১০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |
Advertisement

ভারতে কাল হবে ঈদ

দৈনিকসিলেটডেস্ক:বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ভারতের রাজধানী দিল্লিতে চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে চাঁদ দেখা দেছে। চাঁদটি খুব পরিষ্কারভাবে দেখেছেন অনেকেই। তাই ভারত জুরে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে গতকাল সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ঈদ উদযাপন করা হচ্ছে।

তবে বাংলাদেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেন, দেশের ৬৪ জেলার ইসলামী ফাউন্ডেশনের তথ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বাংলাদেশে ঈদ উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: