আরিফের উচ্ছেদ অভিযান চলছে
প্রকাশিত হয়েছে : 6:37:28,অপরাহ্ন 16 June 2019
দৈনিকসিলেটডটকম: নগরীর ফুটপাত দখল করে অবৈধ ভাবে বসা হকার,অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মেয়র আরিফের উচ্ছেদ অভিযান চলছে।
রবিবার (১৬ জুন) দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্তিতিনি এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাস্তার দু’পাশ ও ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপুল পরিমান আসবাবপত্র ও মালামাল জব্দ করা হয়।
মেয়র আরিফ বলেন, ‘হেলদি সিটি’, ‘স্মার্ট সিটি’ ও ‘পর্যটন সিটি’ হিসেবে সিলেটকে সাজাতে প্রয়োজনীয় সবকিছু করবে সিটি কর্পোরেশন। তিনি বলেন এ অভিযান অব্যহত থাকবে।
অভিযানকালে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ উপস্থিত ছিলেন।