শুনুন এমপি সাব
প্রকাশিত হয়েছে : 9:09:51,অপরাহ্ন 17 July 2019
শাহ ইয়াসিন বাহাদুর:
শুনুন এমপি সাব
এ বয়সের ছেলেমেয়ের
আপনিও এক বাপ।
নিজের ছেলের গাড়ির নীচে
হইছে মানুষ লাশ
বিচার হলে সোনার চাঁনের
পড়তো গলায় ফাঁস।
কিন্তু তা কি হয়
এমপি সাবের পোলা হইলে
কোন শালারে ভয়?
কার ছেলেকে কানে ধরান
কার মেয়েটার ছবি দিয়ে
আপনি করেন ট্রল,
কী পেয়েছেন প্রয়োগ করে
এমন বাহুবল?
উর্দি পরা পুলিশ দিয়ে
এমন মাতামাতি!
আসলে কি জানেন?
আপনার এ হেন মাতবরিতে
লজ্জা পাইছে জাতি।
মানুষ কিন্তু জানে
গ্যাংরেপিঙের শুয়োরগুলো
ময়লা দাঁতে দাঁড়িয়ে থাকে
কার বামে ও ডানে।
মানুষ কিন্তু জানে
আপনাকে কেউ মূর্খ বলে
মুখের উপর গালি দিলে
কী হবে এর মানে।
মানুষ এও জানে
ঠিক সময়ে দেওদানবের
শক্ত খুঁটি তলিয়ে যাবে
ঘূর্ণিজলের টানে।
শুনুন এমপি সাব
পার্কে ঢুকে যা করেছেন
এর হবে না মাফ।