কানাইঘাট আ.লীগের সভাপতি লুৎফুর, সম্পাদক অধ্যক্ষ সিরাজ
প্রকাশিত হয়েছে : 8:38:23,অপরাহ্ন 11 November 2019
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে সাবেক মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার সম্মেলন পরবর্তী পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সিলেট জেলা শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং কাউন্সিলারদের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান সভাপতি পদে লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন। লুৎফুর রহমান কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সম্মেলনে সিলেট জেলা ও মহানগর এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।