সুনামগঞ্জের দীর্ঘমেয়াদী করদাতার সম্মাননা পেলেন আজিজুর রহমান
প্রকাশিত হয়েছে : 6:16:50,অপরাহ্ন 13 November 2019
দৈনিকসিলেটডটকম: ২০১৮-১৯ বর্ষে চার ক্যাটাগরিতে সিলেট বিভাগে ৩৫ জনকে সেরা করদাতা নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বিভাগ (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে সিলেট সিটি করপোরেশন ও চার জেলায় দীর্ঘ মেয়াদী ও তরুণ সর্বোচ্চ ক্যাটাগরিতে ১০ জন করে এবং ১৫ জন শ্রেষ্ট করদাতা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা করদাতার সাম্মাননা পেয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার বিষিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান। তিনি সুনামগঞ্জের দীর্ঘমেয়াদী সেরা করদাতার সম্মাননা পেলেন ছাতকের আজিজুর রহমান করদাতা হলেন। উনার পিতা শিল্পনগরী ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ সমাজ সেবক ও সুনামগঞ্জ জেলার করবাহাদুর হাজী রইছ আলী। উনার ছোট ভাই মুহিবুর রহমান তৃতীয় বারের মত এবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট করদাতা হয়েছেন। তিনিও সরকারী করবাহাদুর হিসেবে ভূষিত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তাকে সম্মাননা জানায় সিলেট কর অঞ্চল।
উল্লেখ্য, ২০১৮-১৯ সালে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা সিলেট সিটি করপোরেশন এলাকায় আফতাব চৌধুরী ও ময়নুল হক চৌধুরী, সিলেট জেলায় মো. আছদ্দর আলী ও ইকবাল আহমদ চৌধুরী, মৌলভীবাজারে আব্দুল বাছিত তরফদার ও হাজি আফছার উদ্দিন, হবিগঞ্জে রনজিত কুমার রায় ও ত্রিদেবী কান্তি চৌধুরী, সুনামগঞ্জ জেলায় মো. মোস্তফা মিয়া ও আজিজুর রহমান।
সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন- সিলেট সিটি করপোরেশন এলাকায় একেএম আতাউল করিম, নাসিম হোসেন ও ফরিদ বক্স, সিলেট জেলায় মো. মোতাহার হোসেন, মো. সাব্বির হোসেইন ও ফারুক আহমদ, মৌলভীবাজার জেলার মো. আকবর আলী, হাসিব হোসেন খান ও আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ, হবিগঞ্জে মিজানুর রহমান শামীম, মিজ সাইদাতুন নেছা ও মো. আহসান কবির, সুনামগঞ্জে আবুল মহসিন মাহবুব, নুরুল ইসলাম ও মো. মুহিবুর রহমান।
তরুণ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন সিলেট সিটি করপোরেশন এলাকায় দেবাংশু দাস ও ডা. শামসুন্নাহার বেগম, সিলেট জেলায় রফিকুল ইসলাম ও আসমা আক্তার, মৌলভীবাজারে অরজিত দেব ও শামীম আরা তারেক, হবিগঞ্জে তাজ উদ্দিন ও মাধবী লতা পাল, সুনামগঞ্জে জুয়েল আমিন ও দিলশাদ বেগম চৌধুরী।
এছাড়া ব্যক্তি পর্যায়ে টেক্স কার্ড পাবেন প্রতিবন্ধি ক্যাটাগরিতে সিলেটের ডা. মামুনুর রশিদ, নতুন করদাতা ক্যাটাগরিতে সৈয়দ জমিলা বেগম ও মো. মিরাজুল ইসলাম এবং ফার্ম ক্যাটাগরিতে সিলেটের শিবগঞ্জের মেসার্স এএসবিএস। তারা ঢাকা থেকে ট্যাক্স কার্ড গ্রহণ করবেন।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজিত কুমার সাহা বলেন, করদাতাদের উৎসাহিত করতে ৪ ক্যাটাগরিতে ৩৫ জনকে সেরা করদাতা পুরস্কারে ভূষিত করা হয়।
তিনি জানান, এবারো নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ১৪-২০ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা চলবে। মেলার শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
কর অঞ্চল সূত্র জানায়, মৌলভীবাজার জেলায় ১৫-১৮ নভেম্বর চারদিন মেলা চলবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে।
সুনামগঞ্জে ১৬-১৯ নভেম্বরও চারদিন ডিএস রোডের শহীদ আবুল হোসেন মিলনায়তনে, হবিগঞ্জে ১৭-২০ নভেম্বর চারদিন কলেজ রোড জেলা অডিটরিয়ামে মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে সিলেটের গোলাপগঞ্জে হাজি আসিদ আলী কমপ্লেক্সে ১৬ ও ১৭ নভেম্বর, সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ মতিন ভিউ’তে ১৭ ও ১৮ নভেম্বর, সিলেটের বালাগঞ্জে তাজপুর বাজার হাজি মশ্রব আলী কমপ্লেক্সে ১৫ ও ১৬ নভেম্বর, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে হাউজিং এস্টেট ৩ নং রোডে ৫০/বি অফিস প্রাঙ্গনে ১৭ ও ১৮ নভেম্বর এবং জেলার কুলাউড়ায় মহিলা কলেজ রোওডে ১৫৭ টিটিডিসি এরিয়া সড়কে ১৮ ও ১৯ নভেম্বর মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ২১টি স্টল থাকবে। প্রতিটি স্টল থেকে গ্রাহকদের ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হবে।