আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ি হাসপাতালে
প্রকাশিত হয়েছে : 6:49:20,অপরাহ্ন 17 November 2019
দৈনিকসিলেটডটকম: দেশবরেণ্য আলেম খলিফায়ে মাদানী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ তথ্য জানান সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ছেলে মাওলানা এমদাদ উল্লাহ জানান, ‘আমার আব্বার গতরাত হঠাৎ করে ডায়বেটিস বেড়ে গেলে রোববার (১৭ নভেম্বর) সকালে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের ৪ তলার ৪০১ নম্বর কেবিনে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর কেবিনে হস্তান্তর করেন।’
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মোমিন ইমামবাড়ি হুজুরের সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান। বিজ্ঞপ্তি