Saturday, 29 April, 2017 | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ |
Advertisement

শুধু কমে যাচ্ছে মানুষ

w3মুহিত চৌধুরী
অস্থির সময় অতিক্রম করছে
আমার শরীর আমার সুবিশাল দেহ
প্রতিটি অঙ্গে-প্রতঙ্গে চলছে বিবাদ
চলছে শত্রু শত্রু খেলা।

কিডনির সাথে কিডনি, হাতের সাথে হাত
চোখ এবং পদযুগল, বিরোধ সবখানে
রক্তের হিমগ্লোবিন আর হোয়াইট সেল,
এবং মস্তিকের কোষে কোষে
পাঠ চলছে নিত্য বিভক্তির অভিধান।

হায়রে আমার সুটাম দেহ
একদিন তোমার প্রতি ফোটা ঘাম থেকে
বের হতো পুরুষত্বের ঝাঁঝালো গন্ধ
আর কন্ঠে ছিলো বজ ্রহুংকার।

এখন স্থবির সময়ের কাছে সমর্পিত সব
বাঘের শরীরে বিড়ালের চাঁদর,
চলছে খোলস বদলানোর মহাৎসব,
বাড়ছে দেনা, বাড়ছে খুন, বাড়ছে জনসংখ্যা
শুধু কমে যাচ্ছে মানুষ।

Developed by: