Saturday, 29 April, 2017 | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ |
Advertisement

আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে প্রবাসেরনিউজডটকম

e4দৈনিকসিলেটডটকম:পহেলা ডিসেম্বর থেকে প্রবাসেরনিউজডটকম আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। সিলেট প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নিউজপোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড.এ কে আব্দুল মোমেন ।

উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত থাকবেন সিলেট প্রেসক্লাবের তিন সাবেক সভাপতি মুকতাবিস উন নুর , আহমেদ নুর ও ইকবা্ল সিদ্দিকী।
সিলেট প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ,র,ম রেনু ও সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, সিরাজুল ইসলাম ও সমরেন্দ্র বিশ্বাস সমরসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আরো উপস্থিত থাকবেন আমেরিকা প্রবাসী জনাব সায়েম সিদ্দিকী ও ইংল্যান্ডের জনপ্রিয় টিভি ব্যাক্তিত্ব জনাব রোমেন রহমান।

প্রবাসেরনিউজডটকম এর সম্পাদক গোলাম সাদত জুয়েল জানান, এই নিউজপোর্টাল কোন সাধারণ অনলাইন নিউজপোর্টাল নয় । এটা প্রবাসীদের একটি প্লাটফর্ম  ১৫০ টি দেশের ২৫০ টি শহরে ছিটিয়ে থাকা প্রবাসীদের কথা উঠে আসবে এই নিউজ পোর্টালে ।

Developed by: