Sunday, 30 April, 2017 | ১৭ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ |
Advertisement

দক্ষিণ সুনামগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

index সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় বীরগাঁও গ্রামের খাল পাড়ের বাসিন্দা নায়েব আলী (৫০) ও একই গ্রামের নদীর পাড়ের বাসিন্দা আমির মিয়ার (৩৫) মধ্যে সকালে জমির মালিকানা নিয়ে কথা কাটাকাটি হয়। উভয় পক্ষই দাবি করেন যে ঐ জমিটি তাদের। এরই জের ধরে  দু-পক্ষের লোক জন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ রির্পোট লেখা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ থানায় উভয় পক্ষের লোকজন কোন মামলা দায়ের করেননি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঐ এলাকার পরিস্থি শান্ত রয়েছে।

Developed by: