Add IUS

Thursday, 30 March, 2017 | ১৬ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ-২ ও কুসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে  » «   সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন আজ  » «   মৌলভীবাজারে চলছে ‘অপারেশন হিট ব্যাক’  » «   নিহত নারী জঙ্গির লাশ শনাক্ত হয়নি  » «   মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান শুরু,গুলির শব্দ  » «   সোয়াত টিম মৌলভীবাজারে এসে পৌঁছেছে  » «   জঙ্গি ইস্যু নিয়ে যা বললেন সায়রা মহসীন  » «   মৌলভীবাজারের দুই স্থানে ১৪৪ ধারা জারি  » «   ‘মৌলভীবাজারে জঙ্গি অভিযানে প্রয়োজনে নামানো হবে সেনাবাহিনী’  » «   মৌলভীবাজারে ২ আস্তানায় এক ডজন জঙ্গি!  » «   মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানা ঘিরে পুলিশ, গুলি-বিস্ফোরণ  » «   সেতু না থাকায় বাঘা, বাদেপাশা-শরিফগঞ্জবাষীর সীমাহীন দূর্ভোগ  » «   এবার সবার নজর দিরাই-শাল্লার দিকে  » «   ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত ঘোষণা  » «   আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর  » «  

ছাতক অনলাইন প্রেসক্লাবের তালিকা হস্থান্তর

w1দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর মধুবনস্থ সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটডটকমের সম্পাদক কবি মুহিত চৌধুরীর কাছে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাসিত আলম কমিটিতে স্থান পাওয়া সদস্যদের তালিকা হস্থান্তর করেছেন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তালিকা হস্তান্তর অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও আজকের সিলেটের সম্পাদক সাইফুর তালুকদার ও এমটিনিউজডটকম-এর সিলেট প্রতিনিধি রাহিব ফয়সাল।
তালিকা হস্থান্তর অনুষ্ঠানে কবি মুহিত চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যমের উন্নয়নে এবং সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির লক্ষে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাথে
সিলেট অনলাইন প্রেসক্লাব একত্রে কাজ করবে। এময় তিনি ছাতক অনলাইন প্রেসক্লাবকে সহযোগী সংগঠন হিসেবেও ঘোষণা করেন ।

এর আগে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ছাতক অনলাইন প্রেসক্লাবের ১৩ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা। কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে শিল্পনগর টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল ও সাধারন সম্পাদক হিসেবে সিলেটের সময় এর স্টাফ রিপোর্টার বাসিত আলমকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী (প্রতিনিধি ডেইলি সিলেট ও শ্যামল বাংলা টোয়েন্টিফোর ডটকম), সহ-সভাপতি তমাল পোদ্দার (প্রতিনিধি সব খবর ডটকম), সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম তারেক (সিলেট মিডিয়া ডটকম), কোষাধক্ষ্য নূর উদ্দিন (সাহস টোয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির আলী (ফটো সাংবাদিক ও সংবাদদাতা বিডিনিউজ এক্সপ্রেস ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল চৌধুরী (সম্পাদক ছাতক টাউন ডটকম), পাঠাগার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান নাসির (প্রতিনিধি দেশনিউজ টোয়েন্টিফোর ডটকম), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলা উদ্দিন (প্রতিনিধি উত্তরপূর্ব টোয়েন্টিফোর ডটকম), নির্বাহী সদস্য জুনাইদ আহমদ (প্রতিনিধি আমার সিলেট ডটকম), রাজিব তরফদার (স্টাফ রিপোর্টার, শিল্পনগর টোয়েন্টিফোর ডটকম), রুবেল তালুকদার জনি (স্টাফ রিপোর্টার, শিল্পনগর টোয়েন্টিফোর ডটকম)।
উপদেষ্টা মন্ডলী কমিটির প্রধান উপদেষ্টা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আজমল হোসেন সজল, আব্দুস শহীদ মুহিত ও বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী।

Developed by: