Saturday, 29 April, 2017 | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ |
Advertisement

দেওয়ানবাগীর লাশ প্রতিহতের ঘোষণা!

w1দৈনিকসিলেটডেস্ক:দেওয়ানবাগী এখনো আইসিইউতে আশংকাজনক অবস্থায় রয়েছেন অথচ তার লাশ
প্রতিহতের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জবাসী!
নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে ভন্ড দেওয়ানবাগীকে কবর দিয়ে অপবিত্র করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন অনৈসলামিক কার্যাকলাম প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির ও নারায়ণগঞ্জ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি।

রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুশিয়ারী দেন অনৈসলামিক কার্যাকলাম প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে অনেক ওলামায়ে কেরামসহ ভাষা সৈনিকের সমাধিত করা হয়েছে। এ পবিত্র মাটিতে কোন ভন্ড ও বাতেলকে কবর দিয়ে নারায়ণগঞ্জকে কলংকিত করতে দেওয়া হবে না।

Developed by: